এবার মোদী সরকারের ব্যাপক সমালোচনা করলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ মনমোহন সিং। মোদী জামানাকে সবচেয়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক আখ্যা দিয়েছেন তিনি। এমনকী গত পাঁচ বছরে দূর্নীতি ‘অকল্পনীয় মাত্রা’য় পৌঁছেছে বলেও তোপ দেগেছেন মনমোহন।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, ‘দেশের যুব সম্প্রদায়, কৃষক, ব্যবসায়ী ও প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত ৫ বছরের কাজকর্ম হয়ে উঠেছে সবচেয়ে ভয়াবহ ও ধ্বংসাত্মক। এবার তাকে আমাদের বিদায় জানানো উচিত’।
দেশে এ বার ‘মোদী হাওয়া’ উঠেছে বলে সম্প্রতি যে দাবি করেছেন প্রধানমন্ত্রী, তাকে উড়িয়ে দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ ঠিকই করে ফেলেছেন, এই সরকারটাকে তাড়াতে হবে। কারণ, তাঁরা বুঝে ফেলেছেন, এই সরকার দেশের আপামর মানুষের সার্বিক উন্নয়নে বিশ্বাস করে না। কী ভাবে ক্ষমতায় টিঁকে থাকতে হবে, শুধু সেই কথাই ভাবে। আর তার জন্য সমাজের মধ্যে বিভাজনের রাস্তা নিয়েছে।’
প্রধানমন্ত্রী মোদীর পাকিস্তান নীতি নিয়েও কটাক্ষ করতে পিছপা হননি মনমোহন। তাঁর কথায়, ‘পুলওয়ামা কাণ্ডের পর নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির বৈঠকে হাজির না থেকে উনি (মোদী) জিম করবেট ন্যাশনাল পার্কে ফিল্মের শুটিংয়ে ছিলেন। এটা খুবই হতাশজনক।’ একইসঙ্গে নোটবন্দীকে দেশের ‘সবচেয়ে বড় কেলেঙ্কারি’ বলে চিহ্নিত করে মনমোহনের অভিযোগ, গত ৫ বছরে দেশে দুর্নীতি এক ‘অকল্পনীয় মাত্রা’য় পৌঁছেছে। তাই ‘ভয়াবহ ও ধ্বংসাত্মক’ মোদী সরকারকে বিদায়ের ডাক দিয়েছেন মনমোহন।