চলছে সপ্তদশ লোকসভা নির্বাচন। তার মধ্যেই আমেরিকার একটি সিদ্ধান্তে বেশ নড়েচড়ে বসেছে ভারতের তেল বাজার। দিল্লীকে সস্তা দামে জ্বালানি তেল বিক্রি করা সম্ভব হবে না বলে মনে করছে ওয়াশিংটন। সম্প্রতি এই ঘোষণা করেছেন মার্কিন বাণিজ্য সচিব উইলবার রস।
সম্প্রতি এক বাণিজ্য সম্মেলনে যোগ দিতে ভারত সফরে এসেছেন আমেরিকার বাণিজ্য সচিব উইলবার রস। সোমবার তিনি জানিয়েছেন, ভারতকে আর সস্তায় তেল বিক্রি করা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। এদিন রস জানান, ‘আমেরিকায় তেল বিক্রি করে বেসরকারি সংস্থা। তাদের তেলের দাম কমাতে কখনই চাপ দিতে পারে না সরকার।’
প্রসঙ্গত, ইরানের উপর সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার জেরে ভারত-সহ গোটা এশিয়ার কোনও ক্রেতা দেশের তেহরানের থেকে তেল কেনার বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এতেই আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যতে ভারতে জ্বালানি তেলের খরচ আকাশ ছোঁয়া হবে। আর তার জেরে দেশবাসীর পকেটেও টান পড়তে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আর তাতেই কিছুটা চাপে পড়ে গেল মোদী সরকার। ভোটের মুখে এই সিদ্ধান্ত কিছুটা হলেও ব্যাকফুটে গেরুয়া শিবির। এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।