
সিবিএসসি-র দশম শ্রেণির ফলাফল প্রকাশিত হয়েছে শনিবার। বোর্ডের এই পরীক্ষায় ৫০০-এর মধ্যে ৪৯৬ পেয়ে রাজ্যে যুগ্ম ভাবে প্রথম এবং সর্বোভারতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জন করেছেন সূচনা হালদার। তিনি কলকাতার সাউথ পয়েন্ট স্কুলের ছাত্রী।
দশম শ্রেণীর ছাত্রী সূচনা হালদারের বাবা ড. দীপক কুমার হালদার। তিনি পানিহাটি হাসপাতালের মেডিক্যাল অফিসার। সূচনার মা সুদীপ্তা মিশ্র মানিকতলার ইএসআই হাসপাতালের নার্স। সূচনা ছোটো বেলা থেকেই বিধান শিশু উদ্যানের সদস্যা। খেলাধুলা-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সে নিয়মিত অংশগ্রহণ করে। ভবিষ্যতে বাবা দীপক কুমার হালদার মতোই একজন চিকিৎসক হতে চান সূচনা।

উল্লেখ্য, এবার বাংলায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের আগেই সিবিএসসি তাদের দশম শ্রেণীর বোর্ড পরীক্ষার ফলাফাল প্রকাশ করল। মাহারাষ্ট্র, পঞ্জাবের বোর্ড পরীক্ষার ফলাফলও প্রকাশ্যে আসেনি এখনও। কয়েক দিন আগেই সিবিএসসি-র দ্বাদশ শ্রেণির ফলাফল ঘোষণা করা হয়। এরপর এদিন ঘোষিত হল দশম শ্রেণির ফলাফল।