লোকসভা নির্বাচনের পঞ্চম দফা শেষ হতে না হতেই আবার বিতর্কে জড়িয়ে গেল গেরুয়া শিবির। প্রচারে সরকারি লিফলেট বিলি করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তাদের বিলি করা লিফলেটে রয়েছে অশোকস্তম্ভ-সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি৷ বিষয়টি নজরে আসার পরেই চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা৷
ঘটনাটি ঘটেছে কাঁথি লোকসভা কেন্দ্রে। ষষ্ঠ দফায় এই কেন্দ্রে ভোটগ্রহণ। আর তা কেন্দ্র করেই সমস্ত দল তাঁদের শেষ পর্যায়ের প্রচারে প্রস্তুতি নিচ্ছে। আর সেখানেই বিতর্কে জড়াল বিজেপি। বিরোধীদের দাবি, নির্বাচনী বিধি লাগু হওয়ার পরে সরকারি লিফলেট কোনভাবেই বিলি করা যায় না। এমনকি সরকারি জায়গা পর্যন্ত নির্বাচনী প্রচারের কাজে ব্যবহার করা যায় না৷ তা সত্ত্বেও কীভাবে গেরুয়া শিবির এই কাজ করতে পারে, তা নিয়ে উঠছে প্রশ্ন৷ নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বিরোধীরা৷
পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি তথা কাঁথির হেভিওয়েট প্রার্থী শিশির অধিকারীবলেন, ‘মানুষের জন্য কিছুই করেনি বিজেপি। তাই ওদের ভোট চাইতে যাওয়ার মুখ নেই। সে কারণেই সরকারি লিফলেট বাড়ি বাড়ি বিলি করছে।’ অভিযোগ পৌঁছেছে জেলাশাসক পার্থ ঘোষের কানে৷ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি৷ এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনেও যেতে পারে বলে জানিয়েছেন বিরোধীরা।