দুদিন আগেই বিজেপি প্রার্থী ভারতী ঘোষ রীতিমতো হুমকি দিয়েছিলেন তৃণমূল সমর্থকদের। উত্তরপ্রদেশ থেকে ছেলে এনে কুকুরের মত মারার মত কথা বলেছিলেন। আর তার আটচল্লিশ ঘণ্টাও কাটল না। ভারতী ঘোষকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে দিলেন তৃণমূলের যুব সভাপতি তথা অন্যতম নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়ের সমর্থনে মেজিয়া হাই স্কুল মাঠে এক নির্বাচনী জনসভা করেন অভিষেক৷ সেই মঞ্চ থেকেই বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সাম্প্রতিক মন্তব্য নিয়ে সরব হন তিনি৷ তিনি বলেন, ‘বাংলার প্রতিটি মানুষ তা তিনি যে সম্প্রদায়েরই হোন না কেন সবাই আমাদের কাছে এক একটি মনি মুক্তো।’
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যের সিংহভাগ জুড়ে বিজেপিকে তুলোধনা করেন। তাঁর কথায়, ‘তোমরা যতবার ক্ষমতায় এসেছো ততবার জয় শ্রী রাম বলে মিথ্যা কথা বলেছ৷ এমনকী প্রভু রামকেই নিজেদের পোলিং এজেন্ট বানিয়েছ। আমাদের ধর্ম কখনো বিভেদের কথা বলেনা, ধর্ম বলে বৈচিত্রের মধ্যে একতার কথা।’
২০১৪ সালের প্রসঙ্গ টেনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গুজরাটে ২৬টি আসন জিতে যদি নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে এরাজ্যের ৪২ আসনেই তৃণমূলকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও শক্তিশালী করে দিল্লীতে আপনারা পাঠাতে পারবেন। এমনই দাবি জানিয়ে যান তিনি এইদিনের সভা থেকে।