মোদী সহ বিজেপির একাধিক নেতা-নেত্রী ভোট প্রচারে এসে তাঁদের বক্তৃতায় একাধিকবার দেশের জওয়ানদের কথা তুলে ধরেছেন। তবে বছর দুই-তিন আগে এক জওয়ানকে পড়তে হয়েছিল মোদী সরকারের কোপে। ‘বিদ্রোহী’ জওয়ান তেজ বাহাদুরকে বরখাস্ত করে দেওয়া হয়েছিল। সেই সেনাকেই মোদীর বিরুদ্ধে ভোটের ময়দানে দাঁড় করিয়েছিল সমাজবাদী পার্টি। মনোনয়ন জমা দিয়েছিলেন বিদ্রোহী জওয়ান। কিন্তু সেই মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন। সেই সূত্র ধরেই ভয়ঙ্কর অভিযোগ করেন তেজ বাহাদুর।
প্রধানমন্ত্রীর মোদীর বিরুদ্ধে প্রার্থীপদ প্রত্যাহারে ৫০ কোটি অফার করা হয়েছিল তাঁকে। রাজি না হওয়ায় খুনের হুমকিও শুনতে হয়েছে। বারাণসীতে দাঁড়িয়েই এমন চাঞ্চল্যকর অভিযোগ করলেন ‘বিদ্রোহী সেনা’ তেজ বাহাদুর। প্রসঙ্গত, প্রার্থীপদ বাতিল করার পর বারাণসী কেন্দ্রে শালিনী যাদবকে প্রার্থী করেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। এবার তাঁর হয়েই প্রচার করছেন তেজ বাহাদুর। প্রচারের ফাঁকেই সাংবাদিকদের সামনে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন এই জওয়ান। তাঁর অভিযোগ, ‘ওদের অফারে রাজি হইনি। আমাকে কেন, ছেলেকেও খুনের হুমকি দিয়েছিল।’ তেজ বাহাদুরের আরও অভিযোগ, বিজেপির চাপেই তাঁর প্রার্থীপদ বাতিল করা হয়েছে।