চলতি মরশুমের আইপিএলে নজির গড়লেন তরুণ শুভমান গিল। বছর কুড়ির নাইট রাইডার্সের এই ব্যাটসম্যান আইপিএলে চারটি অর্ধশতরান করে ফেললেন। বলা ভালো রেকর্ড গড়লেন। পাঞ্জাবের বিরুদ্ধে শুক্রবার ৪৯ বলে ৬৫ করেছেন গিল। এর আগে তিনজন অনূর্ধ্ব ২০ ক্রিকেটার আইপিএলে তিনটি করে অর্ধশতরান করেছেন। গিল চারটি করে ফেললেন। ছেলের দুরন্ত ইনিংস দেখার পর মাঠেই ভাংরা নাচেন বাবা লক্ষীন্দর সিং। তিনি বলেছেন, “ছেলের অর্ধশতরান দেখেই আনন্দে নেচে উঠেছিলাম”। নাইট মালিক শাহরুখ খানও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শুভমানকে।
ঘরের মাঠে দুরন্ত ইনিংসের পাশাপাশি নজির গড়ার পর গিল বলেছেন, “দারুণ লাগছে। ঘরের মাঠে প্রথম ম্যাচ সেরার পুরষ্কার পেলাম। এর থেকে ভাল কিছু হতে পারে না। পাঞ্জাবের বিরুদ্ধে একটা বড় জুটি দরকার ছিল। রান রেট বেড়ে যাচ্ছিল। তাই উইকেটে টিকে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার মা–বাবা ছাড়াও আত্মীয়রা খেলা দেখতে এসেছিলেন। তাঁদের সামনে পারফর্ম করতে পেরে ভাল লাগছে। আরও একটা ম্যাচ বাকি রয়েছে। সে ম্যাচটা জিতে প্লে–অফে যেতে পারলে দারুণ হবে”।