কোতুলপুর থানা এলাকার বালাদ্বীপ থেকে গোঘাটের নকুণ্ডা পর্যন্ত কংসাবতী খালটি বেশ কিছুদিন ধরে সংস্কার করা হয়নি। তাই ওই এলাকার মানুষ ওই খাল সংস্কারের দাবি জানিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোন দাবি জানানো হলে তিনি তা রাখেন৷ এরপরে বর্তমান সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়৷
দুটি পর্যায়ে এই খাল সংস্কারের সিদ্ধান্ত হয়েছে়। প্রথম পর্যায়ে বালাদ্বীপ থেকে গোঘাটের শুশনিগেড়িয়া পর্যন্ত দু’কিমি খাল সংস্কারের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। ওই খালের দুই পাড় বাঁধানোর কাজ চলছে। এর জন্য বাজেট ধরা হয়েছিল ১ কোটি ৮০ লক্ষ টাকা।
জানা গেছে, পরবর্তী পর্যায়ে শুশনিগেড়িয়া থেকে গোঘাটের নকুণ্ডা পর্যন্ত আরও ২০ কিমি খাল সংস্কারের কাজ করা হবে। ভোট প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় সেই কাজের টেন্ডার ভোটের পর হবে বলে জানা গেছে।
কংসাবতী সেচ ও জলপথ দপ্তরের কামারপুকুর শাখা ও গোঘাট–২ নং ব্লক কৃষিদপ্তর সূত্রে জানা গেছে, কোতুলপুর থানার বালাদ্বীপ থেকে গোঘাটের মামুদপুর হয়ে খালটি নকুণ্ডা পর্যন্ত গেছে। এই ৩০ কিমি যাত্রাপথে ১৪ হাজার হেক্টর জমি জলসেচের জন্য এই খালের ওপর নির্ভরশীল।
কংসাবতী খালের সংস্কারকে কেন্দ্র করে গোঘাটের চাষিরা এবার আশার আলো দেখছেন। আগামী মরশুমে চাষবাসে জলসেচের ক্ষেত্রে আর কোনও অসুবিধা থাকবে না বলে চাষিদের ধারণা। এই ঘটনায় গোঘাটের বিস্তীর্ণ এলাকার চাষিদের মধ্যে খুশির হাওয়া।