ফণীর আতঙ্কে যখন গোটা দেশ ত্রস্ত, আগামীকাল উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে ফণী, তার আগে পুরীর সমুদ্র সৈকতে নিজের শিল্পকলার মাধ্যমে মানুষকে একে-অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন পুরীর প্রখ্যাত বালু ভাস্কর সুদর্শন পট্টনায়েক। তাঁর শিল্পকলার মধ্যে দিয়ে তিনি বার্তা দিয়েছেন মানুষ যেন আতঙ্কিত না হন। তার অনুরোধ, ‘ফণী নিয়ে প্যানিক করবেন না। নিরাপদে থাকুন।’
দিল্লীর মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিশাখাপত্তনাম থেকে ২৩৫ কিমি দূরে ও পুরী থেকে ৫৫০ কিমি দূরে অবস্থান করছে সাইক্লোন ফণী। শক্তি বৃদ্ধি করে ঘণ্টায় প্রায় ১৭৫ থেকে ১৯৫ কিলোমিটার বেগে বিশাখাপত্তনাম ও পুরীতে আছড়ে পড়তে পারে ফণী। আগামীকাল এক ধ্বংসাত্ত্বক ঝড় আছড়ে পরার কথা। তার আগে সমুদ্র সৈকতে সুদর্শন পট্টনায়েক তাঁর নয়া ভাস্কর্যে তিনি মানুষকে আতঙ্কিত না-হওয়ার পরামর্শ দিয়েছেন।