শেষ হয়ে গেল নিউজিল্যান্ড ওপেনে ভারতের লড়াই৷ হেরে গেলেন প্রণয়৷ কোয়ার্টারে ফাইনালে তিনি হারলেন জাপানের কান্তা সুনেইয়ামার কাছে৷
অকল্যান্ডে শুক্রবার অবাছাই প্রণয় কিন্তু প্রথম গেম দারুণ ভাবে ২১-১৭ জেতেন। কিন্তু পঞ্চম বাছাই এবং বিশ্বের এগারো নম্বর সুনেইয়ামা দ্বিতীয় ও নির্ণায়ক গেম জিতে নেন ২১-৫, ২১-১৪। দু’জনের ম্যারাথন লড়াই শেষ হয় এক ঘণ্টা ১৩ মিনিটে৷
দ্বিতীয় গেমে শুরুতেই প্রণয় ৪-০ এগিয়ে যান। সেখান থেকে নিখুঁত কিছু স্ম্যাশ মেরে ১১-৫ করে ফেলেন। কিন্তু তার পরেই অপ্রত্যাশিত ভাবে ভুল করতে থাকেন। যার পুরো সুবিধা নেন জাপানি তারকা। এবং টানা আট পয়েন্ট জিতে এগিয়ে যান ১৪-১১। প্রণয় তার পরে মাত্র একটা পয়েন্ট জিততে সক্ষম হন এবং ১৫-২১ ফলে গেম হারেন। নির্ণায়ক গেমেও একটা সময় পর্যন্ত কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েননি। কিন্তু ১৪-১৪ স্কোর থেকে সুনেইয়ামা অসাধারণ খেলে প্রণয়কে ছিটকে দেন৷