করনি সেনার পরবর্তী পরবর্তী আক্রমণের নিশানা কি বিখ্যাত গীতিকার জাভেদ আখতারের দিকে? সম্প্রতি করনি সেনার প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনা। পূর্বে সঞ্জয় লীলা বানসলির মত বিখ্যাত মানুষকেও এই গোষ্ঠীর আক্রমণের শিকার হতে হয়েছিল।
প্রসঙ্গত, শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে হামলার পরই সেদেশ বোরখা নিষিদ্ধ করেছে সেদেশের সরকার। তারপরই বিজেপি শরিক শিবসেনা দাবি তোলে ভারতেও নিষিদ্ধ করা হোক বোরখা। সেই বিষয়েই জাভেদ আখতারকে প্রশ্ন করা হলে মধ্যপ্রদেশের একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘বোরখা নিষিদ্ধ করা হলে আমার আপত্তি নেই। কিন্তু একইসঙ্গে রাজস্থানের বহু পুরনো প্রথা ‘ঘুংঘাট’কেও নিষিদ্ধ করা হোক। রাজস্থানের শেষ দফা ভোটের আগেই তা ঘোষণা করা হোক। দুটো প্রথাই বন্ধ হলে, আমি খুশি।’
আর তাতেই ক্ষেপে ওঠে করনি সেনা। বোরখা ইস্যুতে জাভেদ আখতারকে বাড়িতে ঢুকে মারার হুমকি দিয়েছে করনি সেনার মহারাষ্ট্র শাখার প্রধান জীবন সিং সোলাঙ্কি। করনি সেনার দাবি, তিনদিনের মধ্যে এই মন্তব্যের জন্যে ক্ষমা চাইতে হবে জাভেদ আখতারকে। নাহলে বাড়িতে ঢুকে তাঁকে মারা হবে। তাদের মতে, রাজস্থানের প্রথা নিয়ে কথা বলবার অধিকার নেই জাভেদ আখতারের।
এই ভিডিও সামনে আসতেই তুমুল বিতর্কের ঝড় উঠেছে দেশজুড়ে। এইরকম হিংসাত্মক মনোভাব কখনই কাম্য নয় বলে মনে করছেন দেশের সুশীল সমাজ।