আগামী ১১ এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হয়ে গেছে সপ্তদশ লোকসভা নির্বাচন। একের পর এক দফা যত পেরচ্ছে, ততোই বাড়ছে ভোটের উত্তাপ। ইতিমধ্যেই সাত দফার মধ্যে চার দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়ে গিয়েছে। এই অবস্থায় জোরকদমে চলছে সব রাজনৈতিক দলের প্রচার, তবে এখনও দেখা নেই গতবারের সেই ‘মোদী লহরের’। উল্টে দেশে বইছে বিজেপি বিরোধী হাওয়া। সেই হাওয়াকেই এবার আরও জোরাল করে তুলল গেরুয়া শিবিরের বিরুদ্ধে কংগ্রেস সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধীর চাঞ্চল্যকর অভিযোগ। তাঁর অভিযোগ, পঞ্চায়েত প্রধানদের প্রচারপত্রের সঙ্গে টাকা দিচ্ছে বিজেপি। খামে ভরা ওই প্রচারপত্রের মধ্যে থাকছে বিপুল পরিমাণ নগদ টাকা।
প্রসঙ্গত, শনিবার ভাই তথা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর হয়ে আমেঠিতে ভোট প্রচারে গিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সেখানেই প্রচারে বেরিয়ে তিনি বলেন, ‘এখানে বিজেপির তরফ থেকে প্রধানদের মধ্যে টাকা বিলি করা হচ্ছে।’ একইসঙ্গে তিনি বলেন, ‘আমি প্রধানদের প্রচারপত্র পাঠিয়েছিলাম বন্ধ খামে করে। আর বিজেপি ওই প্রচারপত্রের খামে নগদ টাকা পাঠাচ্ছে।’ প্রতিটি খামে ২০ হাজার করে টাকা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রিয়াঙ্কা। এই বিষয়ে তিনি বলেছেন, ‘এটা খুবই হাস্যকর বিষয় যে বিজেপি ভাবছে মাত্র ২ হাজার টাকার জন্য আমেঠির প্রধানেরা বিক্রি হয়ে যাবে।’ প্রিয়াঙ্কার এই বিস্ফোরক অভিযোগে যে বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির, তা বলাই বাহুল্য।