আজ ২ মে, সত্যজিৎ রায়ের জন্মদিনের পাশাপাশি মৃত্যুবার্ষিকী বাংলার অন্যতম সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চাকীর মৃত্যুদিনও। বাঙালি যা প্রায় ভুলতেই বসেছে। কিন্তু ভোলেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে ব্যস্ত থাকা সত্ত্বেও নিজের টুইটার হ্যান্ডেলে আজ তিনি বাংলা মায়ের এই বীর সন্তানের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন। ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই টুইট করে মমতা লিখেছেন, ‘ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম সর্বকনিষ্ঠ সংগ্রামী ও অগ্নিযুগের বিপ্লবী প্রফুল্ল চাকীর মৃত্যুবার্ষিকীতে জানাই প্রণাম। তিনি আমাদের সকলের কাছেই অনুপ্রেরণা।’
