চলতি মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে ছিটকে গেলেন বিশ্ব র্যাঙ্কিংয়ে ৯-এ থাকা ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। অবিশ্বাস্য ভাবে বিশ্ব র্যাঙ্কিং-এর ২১২ নম্বরে থাকা চিনা খেলোয়াড় ওয়াং ঝি ই-র কাছে নিউজ়িল্যান্ড ওপেন ব্যাডমিন্টনের প্রথম রাউন্ডেই হেরে ছিটকে গেলেন সাইনা নেহওয়াল।
অকল্যান্ডে বুধবার এক ঘণ্টা সাত মিনিটের লড়াইয়ে তিনি হেরে গেলেন ১৬-২১, ২৩-২১, ৪-২১ ফলে। উনিশ বছর বয়সি চিনা প্রতিপক্ষের কাছে নির্ণায়ক গেম ৪-২১ ফলে সাইনার হেরে যাওয়াটা সবচেয়ে বিস্ময়কর! সাইনার মতোই এ দিন বিদায় নিলেন লক্ষ্য সেন।
তবে সাইনার প্রতিপক্ষে থাকা ওয়াং জেতার মতই খেলেছেন গতকাল। যেভাবে গোটা ম্যাচটা দাপট দেখিয়ে খেললেন তিনি তাতে এই জয় প্রাপ্য ছিল তার। অন্যদিকে যেভাবে পরপর ম্যাচ হেরে যাচ্ছেন তাতে নিজের ভুলত্রুটি গভীর ভাবে বিশ্লেষণ করা দরকার সাইনার।