সত্যজিৎ রায়। এই নামটা বলার পর আর বোধহয় কিছু বলার অপেক্ষাই রাখে না। বাঙালির মনে শুধু নয় গোটা বিশ্ববাসীর মনে জায়গা করে নিয়েছেন। আজ ২ মে, এই বিশ্ববরেণ্য চিত্র পরিচালক তথা বাংলা সাহিত্যের অন্যতম নক্ষত্রের জন্মদিন।
১৯২১ সালের ২মে কলকাতায় জন্মগ্রহন করেন তিনি। আজ বাংলা মায়ের এই বীরসন্তানের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটারে ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘মহারাজা তোমারে সেলাম…বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রাজ্যের জন্মদিবসে শ্রদ্ধা জানাই।’ শুধু তাই নয়, আজ বাংলার অন্যতম সর্বকনিষ্ঠ স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চাকীর মৃত্যুদিবসে তাঁর প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মমতা।