হৃদরোগে আক্রান্ত হলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী প্রখ্যাত গায়ক ও গীতিকার প্রতুল মুখোপাধ্যায়। গুরুতর অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি৷
ডাক্তাররা জানিয়েছেন, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। তবে বিপদ এখনও কাটেনি। কিছুদিন ধরেই বার্ধক্যজনিত ভুগছেন ৭৭ বছরের এই শিল্পী। তাঁর ‘বাংলায় গান গাই’, ‘ডিঙা ভাসাও’ বাঙালির মনে আজও অনুরণন তোলে৷
হার্ট অ্যাটাকের পর বৃহস্পতিবার তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্পরতায় তাঁকে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয় বলে খবর৷’এখন খবর’ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে৷