‘ভাটপাড়ায় ২ নম্বর গদ্দার আছে’। বৃহস্পতিবার ব্যারাকপুরে নির্বাচনী প্রচারে এসে এভাবেই বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কড়া আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মোদী সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘গদ্দারদেরই নিতে পারবেন। তৃণমূল টাকায় বিক্রি হয় না’।
নাম না করে অর্জুন সিংয়ের বিরুদ্ধে রণংদেহি মেজাজে মমতা বলেন, ‘দলে থেকেও দলের সঙ্গে গদ্দারি। সব যদি একা নেয়, বাকিরা কি পাবে?’ উল্লেখ্য, বিধায়ক হওয়া স্বত্বেও লোকসভার টিকিট চেয়েছিলেন অর্জুন। তা না পেয়েই দল বদল করেন তিনি।
ভাটপাড়ার প্রচার সভা থেকে অর্জুন সিং ও মুকুল রায়কে একযোগে আক্রমণ শানিয়ে মমতা বলেন, ‘কেউ কেউ এমনও হন যে যতই দাও ওদের আশ মেটে না। এই জেলাতেই এরকম দু’জন আছে। ওদের এমপি করতে হবে, এমএলএ করতে হবে, দোকান দিতে হবে, হোটেল দিতে হবে, মল দিতে হবে, পাব দিতে হবে, মকান দিতে হবে, গার্ডেন দিতে হবে, বাজার দিতে হবে। সব চাই ওদের। আমি এত কিছু কী ভাবে দেব? সব যদি একা নেয়, বাকিরা কি পাবে?’
অনুন্নয়নের প্রশ্নেও এ দিন অর্জুনের সমালোচনা করে মমতা বলেন, ‘এত দিন ধরে তো এখানে রাজত্ব চালাচ্ছে। ছট পুজোর জন্য গঙ্গার একটাও ঘাট হয়নি কেন ওঁর কাছে জানতে চান। কলকাতায় তো আমি সব করে দিয়েছি। ব্যারাকপুর, কল্যাণীর মাঝামাঝি কোথাও দ্বিতীয় বিমানবন্দর গড়ে তোলার কাজ চলছে’। অর্জুনের নাম না করে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘গুন্ডা-গদ্দারি চলবে না। ভোটে তো হারবে। তার পর কী করবে? আমরা তো ক্ষমতাতেই থাকব’। ভাটপাড়া অঞ্চলে সাম্প্রদায়িক অশান্তির পরিবেশ যাতে তৈরি না করা হয় সে জন্যও সতর্ক করেন তৃণমূলনেত্রী।
ব্যারাকপুর কেন্দ্রে সিপিএম তলায় তলায় বিজেপিকে সাহায্য করছে জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিপিএম, কংগ্রেস ওদের সাইনবোর্ড বেচে দিয়েছে। আমার কাছে ডকুমেন্ট আছে যে সিপিএম বিজেপিকে সাহায্য করছে। ওদের ক্ষমা করবেন না’। একইসঙ্গে মোদীকে আক্রমণ করে মমতা বলেন, ‘সমস্ত সাংবিধানিক সংস্থাকে ধ্বংস করে দিয়েছেন মোদী। চা-ওয়ালা এখন হয়েছে চৌকিদার। মিথ্যাবাজের দল’।