লোকসভা নির্বাচনের মধ্যেই আন্তর্জাতিক মঞ্চে বড় খবর ছিল মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলে ঘোষণা করা। আর সেই ঘোষণাটা এসেছে রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে। আর ভোটের বাজারে ভারতের এই সাফল্যকে নিজের কৃতিত্ব বলেই দাবি করতে বিন্দুমাত্র পিছপা হবে না বিজেপি। সেটাই মনে করেই বসপা নেত্রী মায়াবতী অভিযোগ তোলেন যে এবার মাসুদ আজহারের নামে ভোট চাইবে বিজেপি।
শুধু এখানেই থেমে থাকেননি তিনি। আরও একধাপ এগিয়ে তিনি অভিযোগ করেন, ‘একসময় বিজেপি সরকারই মাসুদ আজহারকে অতিথির মতো আপ্যায়ণ করে রেখেছিল। এখন সেই মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার পর তার নামে ভোট ভিক্ষা করবে মোদি, অমিত শাহরা।’
এমনকি ১৯৯৯ সালে আফগানিস্তানের কান্দাহারের বিমান হাইজ্যাককেও টেনে এনেছেন। সেইসময় দিল্লীর গদিতে ছিল অটলবিহারী বাজপেয়ীর সরকার। সেই প্রসঙ্গে মায়াবতী বলেন যে সেসময় বিজেপির জন্যই আজহার মুক্তি পেয়েছিল। তারাই এখন মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার কৃতিত্ব নিচ্ছে।