লোকসভা নির্বাচনের সূর্য মধ্য গগনে। বাকি তিন দফা। কেউ কাউকে এক চিলতে জমি ছেড়ে দিতে নারাজ। তাই একে অপরকে কথার তিরে বিঁধেছে। এরই মধ্যে রাজনৈতিক তরজা এখনও জারি কংগ্রেস ও সমাবাদী পার্টির মধ্যে। সেই তরজায় বৃহস্পতিবার অতিরিক্ত মাত্র যুক্ত করলেন খোদ সপা প্রধান অখিলেশ সিং যাদব।
অখিলেশের নিশানায় প্রিয়াঙ্কা গান্ধীর মন্তব্য। এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অখিলেশ বলেন, ‘কংগ্রেস আর বিজেপির মধ্যে কোনও তফাত নেই।’ কংগ্রেসকে বিজেপির বি টিম বলে কটাক্ষ করেন ভাইয়াজি। তিনি বলেন, ‘যা কংগ্রেস তাই বিজেপি।’
প্রসঙ্গত, কিছু দিন আগে প্রিয়াঙ্কা গান্ধী বলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কংগ্রেস বুঝে শুনে বাছাই করেছে। এমনসব প্রার্থী দেওয়া হয়েছে যারা জিততে পারবে কিংবা বিজেপির ভোট কাটতে সক্ষম। এই মন্তব্যেরই এদিন জাবাবে অখিলেশ বলেন, কোনও দলই কোনও দুর্বল প্রার্থী দেয় না। কংগ্রেস যে এই ধরনের কিছু করেছে তা বিশ্বাস করেন না তিনি। কংগ্রেসকে সমর্থন করার মত গ্রহন যোগ্যতা নেই। তাই তারা এখন অনেক কিছুই বলবে।
সেই রেশ টেনেই অখিলেশ কটাক্ষ করেন। তিনি আরও বলেন, ‘বিজেপি যেভাবে ইডি, সিবিআইকে ব্যবহার করে সন্ত্রাস তৈরি করতে চাইছে তা তারা শিখেছে কংগ্রেসের থেকেই।’ সপা প্রধান মুলায় সিং যাদবের প্রসঙ্গ টেনে ভাইয়াজি বলেন, ‘এই কংগ্রেসই নেতাজি মুলায়মের বিরুদ্ধে তদন্ত সংস্থাকে কাজে লাগিয়েছিল। এখন তারা অন্য কথা বলছে।’
সপা-বসপা-আরএলডি জোট হওয়ায় বিজেপির আসন ২০১৪ এর মত হবে না বলে দাবি করেছেন অখিলেশ। অন্যদিকে মুলায়ম সিং যাদব নরেন্দ্র মোদী ও তার দলের সঙ্গে বেশি সরল। সেই প্রসঙ্গে অখিলেশের সরাসরি জবাব যে নেতাজি পুরানোপন্থী মানসিকতার। তাই সময় হয়েছে পার্টি লাইন বদলের। যা তিনি করছেন। যদিও উত্তরপ্রদেশ নিয়ে ভোট সমীক্ষকদের মত অন্য কথাই বলছে। তাঁদের মতে সপা-বসপা-আরএলডির মাঝে ভোট কাটাকাটিতে এবারেও হয়তো বিজেপি শেষ সময়ে গোল করে যাবে।