রিয়াল মাদ্রিদের হয়ে টানা ষোলো বছর পর খেলার পরে ২০১৫ সালে পর্তুগালের ক্লাব এফসি পোর্তোয় যোগ দিয়েছেন ক্যাসিয়াস। রবিবার পর্তুগাল প্রিমিয়ার লিগে আভেসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। অনুশীলনের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন ইকের ক্যাসিয়াস। ৩৭ বছর বয়সি বিশ্বকাপজয়ী স্প্যানিশ গোলরক্ষক এখন স্থিতিশীল বলে জানিয়েছেন এফসি পোর্তো কর্তৃপক্ষ।
পোর্তোর তরফে জানানো হয়েছে, ‘‘বুধবার সকালে অনুশীলন করার সময় অসুস্থ হয়ে পড়েন ক্যাসিয়াস। তাঁর হৃদযন্ত্রে রক্তের সরবরাহ ঠিক মতো হচ্ছিল না। দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাও শুরু হয় দ্রুত। ক্যাসিয়াস এখন বিপন্মুক্ত।’’
তবে বাকি মরশুম আর তিনি মাঠে নামতে পারবেন না। খবরটা শোনার পর রিয়েল মাদ্রিদও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, ‘ইকের ক্যাসিয়াস রিয়েল মাদ্রিদের চ্যাম্পিয়ন। তাঁর পাশে রয়েছে ক্লাব।’
রিয়েলের হয়ে ১৯টা ট্রফি জিতেছেন ক্যাসিয়াস। তার মধ্যে পাঁচবার লা লিগা। তিনবার চ্যাম্পিয়ন্স লিগ। দুবার জিতেছেন কোপা ডেল রে। ২০০৮ ও ১২ ইউরো জিতেছেন স্পেনের হয়ে। জিতেছেন ২০১০ বিশ্বকাপ। ক্যাসিয়াগের দ্রুত আরোগ্য কামনা করেছেন মেসি। তিনি বলেছেন, ‘ক্যাসিয়াস দ্রুত সুস্থ হয়ে উঠুক।’