‘লক্ষ্যচ্যুত’ অর্জুনকে ধরাশায়ী করতেই যে ‘মদন’-বাণ ছুঁড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এ কথা এখন জলের মতো স্পষ্ট। অন্যদিকে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে প্রার্থী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত ভাটপাড়ার তৃণমূল সমর্থকরাও। ইতিমধ্যেই ‘শের’ মদনের সমর্থনে শুরু হয়ে গেছে প্রচার-মিছিল। আর এবার ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে সরাসরি অর্জুন নিধনের ডাক দিলেন তৃণমূল প্রার্থী মদন। সোমবার তাঁর আগে ব্যারাকপুর মহকুমাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিয়ে যান সিপিএম প্রার্থী রণজিৎ মণ্ডল, কংগ্রেস প্রার্থী খাজা আহমেদ হুসেন ও বিজেপি প্রার্থী অর্জুন-পুত্র পবন সিং।
মদনের মনোনয়ন ঘিরে গতকাল তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস ছিল চেয়ে দেখার মতো। যাতে ভোটের আগেই মদনের সামনে বাকি প্রার্থীরা ফিকে হয়ে পড়েন। গতকাল প্রচুর অনুগামী নিয়ে ব্যারাকপুরে মহকুমাশাসকের দফতরে আসেন তিনি। মাথায় লাল ফেট্টি ও গলায় লাল উত্তরীয় জড়িয়ে মদন ঢুকতেই তাঁর নামে শুরু হয়ে যায় জয়ধ্বনি। মদন মিত্র মানেই যে একটা উল্লাস, সেটাই যেন বোঝাতে চাইছিলেন অনুগামীরা। এরপর মনোনয়নপত্র জমা দিয়ে বেরতেই পুরোনো মেজাজে পাওয়া গেল তাঁকে। মমতার অনুগত সৈনিক মদন বলেন, ‘দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নির্দেশ দিয়েছেন। ভাটপাড়ার গুন্ডাকুলে গিয়ে শান্তির মশাল জ্বালানো। লড়াইয়ের মধ্যে দিয়ে প্রমাণ হবে গুন্ডা বড়, না গণদেবতা।’