রাফাল মামলা নিয়ে এবার কেন্দ্রকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। ১৪ ডিসেম্বরে আদালতের রায়ের প্রেক্ষিতে এই রিভিউ পিটিশন দায়ের হয়েছিল,সেই মামলা নিয়েই মঙ্গলবার কেন্দ্রকে নোটিস পাঠাল দেশের শীর্ষ আদালত।
এর আগে এই মামলায় শীর্ষ আদালতের থেকে ৪ সপ্তাহের সময় চেয়ে নেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল রায়। তবে তা না আসায়, এবার শনিবারের মধ্যেই এর উত্তর কেন্দ্রর থেকে চেয়ে পাঠিয়েছে আদালত। এরপর আগামী সোমবার আদালতে এই মামলার শুনানি রয়েছে। এদিকে, এর প্রেক্ষিতে কেন্দ্রের তরফের জানানো হয়েছে, মামলায় প্রত্যুত্তর দেওয়ার জন্য আরও খানিকটা সময় লাগবে।
উল্লেখ্য, ১৪ ডিসেম্বর শীর্ষ আদালত রাফাল নিয়ে যে রায় দেয়, তার প্রেক্ষিতে যশবন্ত সিনহা, আরুণ শৌরি, প্রশান্ত ভূষণরা একটি রিভিউ পিটিশন দায়ের করেন। সেই পিটিশনের প্রেক্ষিতেই কেন্দ্রের কাছে জবাব চাওয়া হয়েছে। প্রসঙ্গত, আদালত ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ফাঁস হয়ে যাওয়া রাফালে নথিকেও প্রমাণ বিসাবে মান্যতা দেওয়া হবে। আদালতের এই নির্দেশেই কার্যত ব্যাকফুটে মোদী সরকার।