আসারাম বাপুর পর তাঁর ছেলে। একই শাস্তির কোপে পড়ল বাপ-বেটা। ধর্ষণ মামলায় আসারামের পুত্র নারায়ণ সাঁইকেও যাবজ্জীবন কারাবাসের সাজা শোনাল গুজরাতের সুরাটের আদালত। এর আগে নারায়ণকে দোষী সাব্যস্ত করা হয়। এদিন সাজা ঘোষণা হয়েছে।
প্রসঙ্গত, দুই নিগৃহীতা মহিলার অভিযোগের ভিত্তিতে নারায়ণ সাঁইকে ২০১৩ সালে হরিয়ানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযোগ ছিল যে আসারাম ও নারায়ণ সাঁই তাদের একাধিকবার ধর্ষণ করেছে। যখন তারা সেই আশ্রমে বসবাস করতেন তখন এই ঘটনা ঘটানো হয়। দুই বোন আলাদাভাবে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ২০০২ থেকে ২০০৫ সালের মধ্যে সুরাতের আশ্রমে তাঁদের একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এই মামলাতেই নারায়ণ সাইকে আদালত দোষী সাব্যস্ত করে।
পূর্বেই ২০১৩ সালে আসারাম ও তাঁর দুই সঙ্গীকে যোধপুর আদালত ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আর সেই একই পথে হাঁটলেন আসারামের পুত্র।