গত ১১ এপ্রিল থেকে দেশ জুড়ে শুরু হয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচন। গতকাল, সোমবার মুম্বই-সহ মহারাষ্ট্রের ১৭টি আসনে ছিল শেষ দফার ভোট। এই আসনগুলির মধ্যে বেশিরভাগই শহুরে এলাকায়, যেখানে শিবসেনা-বিজেপি জোটের প্রভাব অনেকটাই।
২০১৪-য় ওই ১৭টি আসনই জিতেছিল জোট। কিন্তু এবার জোট কতটা আধিপত্য ধরে রাখতে পারবে সেবিষয়ে নিশ্চিত নয় শিবসেনা বা বিজেপির তাবড় নেতারাই। কারণ উত্তর এবং পশ্চিম মহারাষ্ট্রের নন্দুরবার, ধুলে, মাওয়াল এবং ডিন্ডোরিতে এবার ফল পুরো উল্টে যেতে পারে। বিশেষত আদিবাসী অধ্যুষিত নন্দুরবার, ধুলের বাসিন্দারা শাসকদলের ওপর প্রচন্ড বিরক্ত।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, এবার দেশের কোথাওই মোদী ঝড়ের প্রভাব একদম নেই। মেট্রো প্রকল্প, প্রস্তাবিত উপকূল সড়ক এবং মুম্বই ট্রান্স-হারবার লিংকের জন্য মুম্বই এবং সংলগ্ন শহুরে এলাকায় শিবসেনা-বিজেপি জোটের হাওয়া ভালো থাকলেও গ্রামাঞ্চলে প্রচুর আসন হারাতে পারে তারা। এছাড়া মুম্বই দক্ষিণ এবং মুম্বই উত্তরপূর্বেও হারতে পারে জোট। অন্যত্র জিতলেও শিবসেনা-বিজেপির জয়ের ব্যবধান যে কমবে, এমনটাই জানাচ্ছে রাজনৈতিক মহল।