প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা মন্তব্যের প্রতিবাদে তৃণমূলের পর এবার কমিশনের দ্বারস্থ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ‘তৃণমূলের ৪০ বিধায়কের সঙ্গে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে।’ চতুর্থ দফার নির্বাচনের মাঝেই গতকাল হুগলীর শ্রীরামপুরের জনসভা থেকে এমনই বিস্ফোরক দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই মন্তব্যে তীব্র আপত্তি জানিয়েই নির্বাচন কমিশনে নালিশ করলেন চন্দ্রবাবু।
প্রসঙ্গত, ‘ঘোড়া কেনাবেচার’ অভিযোগ তুলে গতকালই কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল। তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন এ কথা জানিয়েছেন। শুধু তাই নয়, নিজের টুইটার হ্যান্ডেলে মোদীর উদ্দেশ্যে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘এক্সপায়ারি পিএম বাবু, আপনাকে একথা স্পষ্ট জানাতে চাই যে কেউ আপনার সঙ্গে নেই। এমনকী একজন কাউন্সিলর পর্যন্ত না। আপনি ভোটপ্রচার করছেন না ঘোড়া কেনাবেচা করছেন। আপনার মেয়াদ ফুরনোর দিন আসন্ন।’
আর এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী। তৃণমূলের তোলা অভিযোগের সুর শোনা গেছে তাঁর গলাতেও। তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র প্রধানের কথায়, বাংলায় বিজেপির নির্বাচনী প্রচারে মোদী যে দাবি করেছেন, তা আদতে ‘হর্স-ট্রেডিং’ বা ঘোড়া কেনাবেচা। কমিশনের উচিত নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা।
তৃণমূল কংগ্রেসের ৪০ বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে নরেন্দ্র মোদী যে দাবি করেছেন, তাতে তীব্র আপত্তি জানিয়ে চন্দ্রবাবুর ব্যাখ্যা, এভাবে তিনি গণতন্ত্রের উদ্যোমের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন। বিধায়করা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন বলে, নিজের পদমর্যদার অবমাননা করেছেন। ‘সব প্রতিষ্ঠান ধ্বংস করে, এবার দেশের গণতন্ত্রও ধ্বংসের চেষ্টা করছেন মোদী।’ অভিযোগ অন্ধ্রের মুখ্যমন্ত্রীর।