আজ সারা দেশ জুড়ে চলছে চতুর্থদফার ভোটগ্রহণ পর্ব। গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে সামিল হয়েছেন বি-টাউনের হেভিওয়েট তারকারা। সকলেই প্রায় সকাল সকাল ভোট দিয়ে এলেন। প্রিয়াঙ্কা চোপড়া, রেখা, মাধুরী দীক্ষিত, বিজেপি সাংসদ পরেশ রাওয়ালের পাশপাশি মুম্বই নর্থের অভিনেত্রী প্রার্থী উর্মিলা মাতণ্ডকরও এ দিন সকাল সকাল ভোট দিয়েছেন। অভিনেতা রাহুল বোস, আমির খান, তাঁর স্ত্রী কিরণ রাও ভোট দিতে গিয়েছিলেন। ভিলে পার্লের একটি বুথে দেখা গিয়েছে অভিনেত্রী ভাগ্যশ্রী এবং সোনালি বেন্দ্রেকে ও গোল্ডি বহেলকেও। ভোট দিয়েছেন, দিয়া মির্জা, কাজল, অজয় দেবগণ এবং অনুপম খেরও। এমনকি ভোটের লাইনে দেখা গিয়েছে রিলায়েন্স গ্রুপের চেয়ারপার্সন অনিল আম্বানিকেও। বুথে হাজির হয়েছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।
এদিন মুম্বইয়ের জিডি সোমানি স্কুলে ভোট দেন শিল্পপতি অনিল আম্বানি। আরবিআই-এর গভর্নর শশীকান্ত দাস মুম্বইয়ের পেদ্দার রোডের একটি বুথে ভোট দেন। বান্দ্রায় ভোট দিলেন মুম্বই উত্তরের কংগ্রেস প্রার্থী উর্মিলা মাতন্ডকার। মাধুরী দীক্ষত এদিন জুহুতে তাঁর ভোট কেন্দ্রে ভোট দান করেন। বান্দ্রায় সেন্ট অ্য়ানেস হাইস্কুলে ভোট দিতে যান আমির ও তাঁর স্ত্রী কিরণ রাও।
সোমবার চতুর্থ দফায় দেশের ৯টি রাজ্যের ৭২টি আসনে ভোটগ্রহণ। আর এই ৯ রাজ্যের মধ্যে রয়েছে হেভিওয়েট রাজ্য মুম্বই। ভিলে পার্লে, চান্দিভেলি, কুরলা, কালিনা, বান্দ্রা পূর্ব ও বান্দ্রা পশ্চিম—এই ছ’টি বিধানসভার ১৭টি আসনে চতুর্থ দফায় ভোটগ্রহণ হবে। ভোট দেবেন মোট ১৮ লক্ষ ভোটার। তারকা প্রার্থী থেকে তারকা ভোটার সবাই রয়েছেন বাণিজ্য নগরীতে।