ভোপাল লোকসভা কেন্দ্র থেকে মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত প্রজ্ঞা ঠাকুরকে কংগ্রেসের দিগ্বিজয় সিংয়ের বিপরীতে প্রার্থী করেছে বিজেপি। এ খবর পুরোনো। এরপর নদী দিয়ে অনেক জল বয়ে গেছে। একাধিকবার বিতর্কে জড়িয়ে গেছেন তিনি। তাঁর কর্মকাণ্ড ও মন্তব্যের জেরে অনেকবার শিরোনামে উঠেছে তাঁর নাম তৈরি হয়েছে বিতর্ক। এইবার সেই প্রজ্ঞাকে প্রার্থী করা নিয়ে বিজেপিকে কটাক্ষ করলেন বিজেপির শরিক দল।
মালেগাঁও বিস্ফোরণের অভিযুক্ত সাধ্বীর বিরুদ্ধে প্রমাণ ছিল এটিএস আধিকারিক হেমন্ত কারকারের কাছে। তাই তাঁকে প্রার্থী করা ঠিক হয়নি। এ মন্তব্য করেছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে। শহিদ হেমন্ত কারকারেকে নিয়ে বিজেপি প্রার্থীর এই মন্তব্যকেও তিনি সমর্থন করেন না বলে জানালেন আতাওয়ালে।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আতাওয়ালে বলেন, ‘ওর নাম মালেগাঁও বিস্ফোরণ মামলায় জড়িয়ে। ওর বিরুদ্ধে এটিএস প্রধান হেমন্ত কারকারের হাতে যথেষ্ট প্রমাণ ছিল। কারকারে একজন শহিদ। তিনি আক্রান্তদের বাঁচানোর জন্য লড়াই করেছেন। আমি কারকারেকে নিয়ে সাধ্বীর করা মন্তব্যকে সমর্থন করি না। আমার মনে হয়, এ বিষয়ে আদালত যা সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত হওয়া উচিত।’ তিনি আরও জানিয়ে দিলেন, সাধ্বীর মতো একজনকে টিকিট দেওয়া উচিত হয়নি বিজেপির। আতাওয়ালে বলেন, ‘আমার হাতে থাকলে আমি সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে কোনওভাবেই টিকিট দিতাম না।’
প্রসঙ্গত, মুম্বই হামলার শহিদ হেমন্ত কারকারেকে নিয়ে সাধ্বী প্রজ্ঞার মন্তব্যের জেরে মহারাষ্ট্রে ধাক্কা খেয়েছে বিজেপির ভাবমূর্তি। যাতে ক্ষতির মুখে পড়তে হচ্ছে আতাওয়ালের পার্টিকেও। সেকারণেই এদিন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির তারকা প্রার্থীর বিরোধিতা করলেন। স্বাভাবিকভাবেই সাধ্বী ইস্যুতে অস্বস্তি বাড়ছে গেরুয়া শিবিরের। এইভাবেই একের পর এক কারণে দলের ভিতরে ও বাইরে সাধ্বী প্রজ্ঞাকে নিয়ে বেশ কোণঠাসা হয়ে পদ্ম শিবির।