কেন্দ্রীয় বাহিনী যে বিজেপির অঙ্গুলিহেলনেই কাজ করে এমন অভিযোগ তৃণমূল প্রথম থেকেই করে আসছে। সেই অভিযোগ যে অমূলক নয় তা আরও স্পষ্ট হল মুকুল রায়ের মন্তব্যে। আজ সোমবার চতুর্থ দফার ভোটে রাজ্যের একশো শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে রবিবার সাংবাদিক বৈঠকে দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়।
আর মুকুলের এই মন্তব্যেই কমিশনের বিজেপির অঙ্গুলি হেলনে চলার জল্পনা আরও দৃঢ় হয়েছে। প্রশ্ন উঠেছে, যে কথা নির্বাচন কমিশনের জানানোর কথা, তা মুকুল রায় কী ভাবে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করছেন? এর থেকেই স্পষ্ট যে, কমিশন-বিজেপি হাতে হাত মিলিয়ে চলছে।
ভোট ঘোষণার পর থেকেই নিয়মিত কমিশনে দরবার শুরু করেছে বিজেপি। ঘটনা হল, এখন পর্যন্ত যে ক’জন পুলিশকর্তার বিরুদ্ধে বিজেপি কমিশনে অভিযোগ জানিয়েছে, তাঁদের অনেককেই কমিশন সরিয়ে দিয়েছে পদ থেকে। তৃণমূল নেতাদের অভিযোগ, কমিশন পক্ষপাতদুষ্টের মতো বিজেপির চোখ দিয়ে বাংলাকে দেখছে। পরবর্তী দফার ভোটের কথা মাথায় রেখে রবিবারও বিজেপির তরফে কমিশনের কাছে চিঠি দিয়ে অভিযোগ জানানো হয়েছে রাজ্যের আরও কয়েকজন পুলিশ অফিসারের বিরুদ্ধে। আজ চতুর্থ দফার ভোটে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নজরবন্দি করার কথা ঘোষণা করেছে কমিশন। ঘটনা হল, গত ক’দিন ধরেই এই দাবি করে আসছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার পরেই কমিশনের এই ঘোষণাকে সহজ ভাবে নিচ্ছে না তৃণমূল কংগ্রেস।