কমিশনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডল। মূলত কমিশনের নজরবন্দির নির্দেশের বিরুদ্ধেই মামলা করেন তিনি। মামলা দায়েরের অনুমতিও দিয়েছেন বিচারপতি।
প্রসঙ্গত, কমিশন জানিয়েছিল যে ভোটের দিন অনুব্রতর সঙ্গে থাকবেন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং কেন্দ্রীয় বাহিনী। যদিও নির্বাচন কমিশনের ঘোষণার পর অবশ্য বিষয়টি নিয়ে খুব একটা ভাবিত হতে দেখা যায়নি অনুব্রতকে। তিনি জানিয়েছিলেন, ‘কমিশন নজরবন্দি করলেও কিছু যায়–আসে না। কারণ ভোটের দিনটা আমি পার্টি অফিসেই থাকি।’
তবে কমিশনের এই সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করে হাইকোর্টে যান তিনি। আর তাঁর আগে নিজের কেন্দ্রে ভোট দেন তিনি। আর তারপর সাংবাদিকদের জানান যে ভোট খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে।