স্লোগান গিয়েছে চুরি!
এই ‘চোর’ আর কেউ নয়, বিজেপি। ‘চুরি করা’ স্লোগান নিয়েই বাংলা দখলের স্বপ্ন দেখছেন তাঁরা।
বাংলাকে টার্গেট করেছে বিজেপি। এই রাজ্য থেকে ২৩ টি আসন জেতার লক্ষ্যমাত্রা নিয়েছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহরা। কিন্তু জেতার জন্য বিজেপি যে স্লোগান তুলেছে সেটাও তৃণমূলের থেকে ‘চুরি’ করা। বিজেপি নেতাদের নতুন স্লোগান ‘চুপ চাপ কমল ছাপ’।
৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটাতে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং স্লোগান তুলেছিলেন ‘চুপ চাপ ফুলে ছাপ’। সময়টা ছিল ২০১১ সাল। বাংলায় তখন বিধানসভা নির্বাচন। সেই সময় প্রায় সকল বঙ্গবাসীর মুখে মুখে ঘুরত এই ‘চুপ চাপ ফুলে ছাপ’ স্লোগান। সকলেই বাম জামানার অবসান ঘটাতে মমতার কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার অঙ্গীকার করে স্লোগান তুলেছিলেন ‘চুপ চাপ ফুলে ছাপ’ এবার সেই স্লোগানের শুধু ‘ফুল’ শব্দটি বদলে ‘কমল’ বসিয়েছে বিজেপি। গেরুয়া শিবির বলছে ‘চুপ চাপ কমল ছাপ’। স্পষ্ট বোঝা যাচ্ছে শুধু ‘ফুল’-এর জায়গায় ‘কমল’ শব্দটি বসিয়েছে বিজেপি।
তবে এবারই প্রথম নয়। এর আগেও বাবুল সুপ্রিয়র গাওয়া বিজেপির থিম সং-এর কিছু কথা বামেদের থেকে চুরি করার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। এবার সরাসরি তৃণমূলের থেকে স্লোগান চুরির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ‘চুরি’ থেকে বিজেপির দৈনদশাটাই স্পষ্ট হচ্ছে। তাদের না আছে নেতা হবার মতো প্রার্থী, না আছে বুদ্ধিজীবী মহল, যারা সঠিক স্লোগান তৈরি করতে পারে। অগত্যা তৃণমূলেরই দ্বারস্থ হতে হয়েছে বিজেপিকে। আসলে তারা না বোঝে বাংলার মাটি, না জানে বাঙালিদের। কিন্তু বাংলা দখলের স্বপ্ন দেখছেন দলের হিন্দীভাষী নেতারা। অগত্যা, তৃণমূলের স্লোগান ‘চুরি’ করেই বাংলা দখলের ‘দিবাস্বপ্ন’ দেখছে বিজেপি।