লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ভোটগ্রহণ চলছে। বাংলায় ৮ কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। তাঁর মধ্যে আছে বহরমপুর কেন্দ্র। রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকেই বেশ ভয় পেয়েছিলেন অধীর চৌধুরী। কারণ শুভেন্দু দক্ষ সংগঠক বলে গোটা রাজ্যে পরিচিত। তাই আশঙ্কিত অধীর চৌধুরী সকাল থেকেই বুথে বুথে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর ‘মাস্তানি’-তে ভয়ে ভোটাররা।
বহরমপুরের কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুলে হঠাৎই উত্তেজনা দেখা দেয়। কংগ্রেস কর্মীরা বুথে উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ ওঠে। সেখানে পৌঁছে যান অধীর চৌধুরী। তিনি নিজে বিরোধী এজেন্টদের ধমক দিতে দিতে তেড়ে যান। তারপর এজেন্ট বসিয়ে এলাকা ছাড়েন তিনি।
এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে রাজ্য জুড়ে। অনেক রাজনীতিবিদই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। এহেন ঘটনা কেন হল তা খতিয়ে দেখছে কমিশন। এই ঘটনায় নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে জেলাশাসকের কাছে। কারণ বুথের মধ্যে ঢুকে বিরোধী এজেন্টদের তেড়ে যাওয়ার ঘটনা বিরল।