মাঝ বৈশাখের তীব্র গরম, তার উপর রমজান মাসের দিনভর উপবাস৷ এই জোড়া ফলার মাঝে লোকসভা নির্বাচন৷ ‘ভরা গ্রীষ্মে ভোটের লাইনে দাঁড়াতে কষ্ট হবে৷ তবুও একটু কষ্ট সহ্য করেই ভোট দিন, ভোটটা নষ্ট করবেন না৷ একেকটি ভোট বহুমূল্য’৷ সোমবার স্বরূপনগরে প্রচারে গিয়ে জনগণের উদ্দেশ্যে এই আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
এদিন মোদী সরকার এবং বিজেপির বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘বিজেপি যতই টাকা ছড়িয়ে ভোট কেনার চেষ্টা করুক। মানুষ আমাদের ভোট দেবেন উন্নয়নের নিরিখে। তাঁরা জানেন, তৃণমূল তাঁদের জন্যে কী কী কাজ করেছে’। নাম না করে বিজেপিকে তোপ দেগে মমতা বলেন, ‘কোথায় ছিল তখন, যখন বড়মা অসুস্থ হন? আমিই খবর পেয়ে ছুটে এসে বড়মাকে হাসপাতালে ভর্তি করাই৷ কেউ কোনও খোঁজ নেয়নি৷ আর ভোটের আগে এসে ঠাকুরবাড়ির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা৷’
মোদী সরকারের সমালোচনায় উঠেছে এনআরসি ইস্যুও৷ মমতা বলেন, ‘এনআরসিতে বাদ যাওয়া ৪০ লক্ষের মধ্যে রয়েছে ২২ লক্ষ বাঙালির নামও৷ আমি বলেছিলাম, বাংলা এঁদের সকলকে আশ্রয় দেবে৷ ওখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে মমতাবালা, মহুয়া, সুখেন্দুশেখরদের পাঠিয়েছিলাম৷ ওদের বিমানবন্দরে আটকে রেখেছিল৷ তবুও আমি প্রতিবাদ জারি রেখেছিলাম৷ এখন বলছে, ক্ষমতায় এলে বাংলাতেও এনআরসি করবে৷ আমি বলি, হাত দিয়ে দেখো বাংলায় এনআরসি করতে এলে, কী হবে৷’
এদিন দুর্গাপুজো, কালীপুজো নিয়েও বিজেপিকে একহাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘নরেন্দ্র মোদী কি মা দুর্গা, মা কালীর থেকে বড় নাকি? বড় বড় কথা। বাংলার সংস্কৃতিই জানে না এরা, শুধু দাঙ্গা করতে জানে’। সেইসঙ্গে নরেন্দ্র মোদীকে আক্রমণ করে মমতা বলেন, ‘সমস্ত সাংবিধানিক সংস্থাকে ধ্বংস করে দিয়েছেন মোদী। চাওয়ালা এখন হয়েছে চৌকিদার। মিথ্যেবাজের দল’।