সোনা জয়। ২০২০–র অলিম্পিকের ছাড়পত্র। প্রথম বার শুটিং বিশ্বকাপের ফাইনালে উঠেই জোড়া সাফল্য পেল অভিষেক বর্মা। প্রথম সাফল্য সোনা জয় আর দ্বিতীয় সাফল্য, ২০২০-এর অলিম্পিকের ছাড়পত্র। শনিবার বেজিংয়ে অনুষ্ঠিত শুটিং বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে ২৪২.৭ স্কোর করে সোনা জেতেন অভিষেক। রাশিয়ার আর্টেম চেরনৌসভ (২৪০.৪) রুপো এবং কোরিয়ার সেউঙউ হ্যান (২২০.০) ব্রোঞ্জ জিতেছেন। অভিষেক ছাড়াও টোকিও অলিম্পিকের ছাড়পত্র পেয়েছেন অপূর্বী চান্দেলা এবং অঞ্জুম মুদগিল (মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল) এবং সৌরভ চৌধুরি (পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল)।
২৯ বছরের অভিষেক এমন সাফল্যের পর জানিয়েছেন, “এশিয়ান গেমসের সময় সৌরভ আর আমি এক ঘরে ছিলাম। এখানেও তাই আছি। আমরা দু’জন একে–অন্যের থেকে শিখি। নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিই। দু’জনেই মুখিয়ে থাকি সেরাটা দেওয়ার জন্য”। যে কোনও টুর্নামেন্টের আগে নিজেকে তৈরি করেন কীভাবে জানতে চাইলে অভিষেকের জবাব, “প্রতিটা টুর্নামেন্টই আমার কাছে নতুন। সেরাটা দেব বলেই নামি। ভবিষ্যতে কী হবে, সেটা নিয়ে ভাবি না। শুধু বর্তমান নিয়ে ভাবি। বর্তমানেই বাঁচি। প্রতিদিন যাতে উন্নতি করতে পারি, তার জন্য পরিশ্রম করি। টার্গেট? নিজের মান ধরে রাখা। আর প্রতিদিন উন্নতি করা”।
অভিষেকের আগে ভারতের হয়ে ৪ জন অলিম্পিকের ছাড়পত্র পেয়েছেন। এদিন ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে চতুর্থ হয়ে উঠেছিলেন অভিষেক। ৫৮৫ পয়েন্ট নিয়ে। ফাইনালে ভারতের একমাত্র শুটার ছিলেন তিনি। এর আগে এশিয়ান গেমসে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। আন্তর্জাতিক আসরে খুব বেশি অভিজ্ঞতা না থাকলেও, বিশ্বকাপে প্রথমবার নেমেই সোনা জয়! নিঃসন্দেহে বিরাট কৃতিত্বের।