মোদীর ‘আচ্ছে দিনে’ জেট এয়ারওয়েজ উঠে গেছে। এবার এয়ার ইন্ডিয়ার বেহাল দশা বেরিয়ে পড়ল। জেট এয়ারওয়েজের মতোই আর্থিক সংকটে ভুগছে এই বিমানসংস্থাও। রক্ষণাবেক্ষণের টাকা না থাকায় গত এক মাসে চারটি বোয়িং বিমানের উড়ান বন্ধ করতে বাধ্য হয়েছে এয়ার ইন্ডিয়া।
ঠিক কী হয়েছে? নতুন যন্ত্রাংশ কেনার টাকা এয়ার ইন্ডিয়ার। তাই বিমানের যান্ত্রিক ত্রুটি সেগুলির উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে তিনটি বোয়িং-৭৭৭ বিমানের উড়ান বন্ধ ছিল। এবার আরও চারটি বিমানের উড়ান বন্ধ করে দেওয়া হল। এই সব বিমানগুলির উড়ান বন্ধ করে দেওয়ার বয়স হয়নি।নির্দিষ্ট যন্ত্রাংশের অভাবেই সেগুলির উড়ান বন্ধ করে এভাবে ফেলে রাখা হয়েছে।
সম্প্রতি দিল্লী থেকে সান ফ্রান্সিসকোগামী একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটে। পুড়ে যায় বিমানের বেশ কিছু দামী যন্ত্রাংশ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এবার সেটিরও উড়ান বন্ধ করে দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক জানান, ‘এই বোয়িং বিমানগুলিকে পুনরায় সারাই করে উড়ানের উপযোগী করতে বেশ কিছু নতুন যন্ত্রাংশ প্রয়োজন। কিন্তু সেগুলি কেনার মতো টাকা এখন বিমানসংস্থা হাতে নেই। সেগুলি জোগাড়ের চেষ্টা চলছে। তা হয়ে গেলেই পুনরায় বিমানগুলি ওড়ানো হবে।’ একই মত বিমানচালকদেরও।