ঘাটালের তৃণমূল প্রার্থী দেব নিজের এলাকায় তো প্রচার করছেনই। তার পাশাপাশি তৃণমূলের অন্যান্য প্রচারে অংশ নিতে অন্য কেন্দ্রগুলিতে যাচ্ছেন দেব। গতকাল তৃণমূল প্রার্থী মমতাজ সঙ্ঘমিত্রার সমর্থনে বুদবুদের তিলডাঙা এলাকার প্রচারে যান দেব। এদিনই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুনীল মন্ডলের সমর্থনে প্রচার করেন দেব।
মেমারির নতুন বাসস্যান্ডে গতকাল সভা করেন দেব। এদিন জনসভায় মানুষের ভিড় উপছে পড়ে। সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখে অভিভূত তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেব। তিনি সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলেন। এছাড়াও বিজেপি তীব্র কটাক্ষ করে বলেন, দেশে সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করছে। কাশ্মীরে জঙ্গী প্রবেশ করছে কিন্তু মোদী এসব নিয়ে কোনো কথাই তুলছেন না। আদতে তিনি দেশের সেনাদেরও রাজনীতির অঙ্গ হিসেবে ব্যবহার করছে।
দেব গেরুয়া শিবিরের ধর্ম নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানাতে দ্বিধা করছেন না। দেব বলেছেন, “দিদি আট বছরে যে উন্নয়ন করেছেন, তা আর কেউ করতে পারবে না। এখন রাজনীতি অন্যরকম হয়ে গেছে। ধর্ম নিয়ে সবার মাথা ব্যথা। গরিব মানুষের কথা ভাবছে না। মুখ্যমন্ত্রী গরিব মানুষ আর তাদের উন্নয়ন নিয়ে ভাবছেন”। দেবের মত, যদি উন্নয়ন দেখে ভোট হয় তবে মমতা বন্দ্যোপাধ্যায় ৪২-এ ৪২ পাবে।