তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়া এবং পোড়ানোর অভিযোগ উঠল বিজেপি-র মদতপুষ্ট দুষ্কৃতীদের বিরুদ্ধে। মেদিনীপুর লোকসভার অন্তর্গত বেলদায় বিনোদপুর গ্রামে তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়ার সমর্থনে তৃণমূলের বুথ ভিত্তিক সভা ও মিছিল হয়। এরপরই তৃণমূল অভিযোগ করে, রাতে সভা শেষে কয়েকজন বিজেপি আশ্রিত দুষ্কৃতী দলীয় পতাকা পুড়িয়ে দেয় ও ছিঁড়ে ফেলে।
বিনোদপুর এলাকার তৃণমূল কর্মী শুভেন্দু মাইতি জানান, থানার অনুমতি নিয়েই তাঁরা প্রচার, মিছিল করছেন। তাঁর সাফ কথা, “এভাবে তৃণমূলকে আটকানো যাবে না”। শুক্রবার সকালেই তৃণমূল কর্মীরা দেখেন, তাঁদের দলীয় পতাকা পুড়িয়ে ফেলা হয়েছে। কোথাও ছেঁড়া হয়েছে তৃণমূলের পতাকা। পুড়িয়ে দেওয়া তৃণমূলের পতাকার পাশে টাঙিয়ে দেওয়া হয়েছে বিজেপির পতাকা। এই দেখেই ক্ষোভে ফেটে পড়েন দলীয় কর্মীরা। চাপা উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানান তৃণমূল কর্মীরা।
তৃণমূলের বিনোদপুর বুথের সভাপতি কালিদাস দাস জানান, “এই গ্রাম পঞ্চায়েতটি বিজেপি দখল করার পরই তৃণমূল সমর্থকদের উপর নানাভাবে অত্যাচার শুরু হয়। রেগা প্রকল্পে বহু মানুষ কাজ করলেও বিজেপি তাদের পাওনা টাকা দেয়নি। তাঁদের সই করিয়ে নেওয়া হয়েছে কিন্তু টাকা দেয়নি। আর এইসব নিয়ে তৃণমূল সোচ্চার হতেই এভাবে দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে ফেলছে গেরুয়া শিবিরের দুষ্কৃতিরা।