‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ…’ সদ্য মিলেছে এমন একটা পোস্টার। আর পোস্টারের সূত্র জানলে রীতিমতো চমকে উঠতে হয়। পোস্টারটি মিলেছে আইএস জঙ্গি গোষ্ঠীর তরফ থেকে। আর তা থেকেই আশঙ্কা তৈরি হয়েছে মানুষের মধ্যে। সম্প্রতি শ্রীলঙ্কায় ইস্টার ডে–তে বিধ্বংসী হামলা চালিয়েছে এই জঙ্গিগোষ্ঠী। প্রাণ হারিয়েছেন আড়াইশোরও বেশি মানুষ। আহত ৫০০–রও বেশি। আর শ্রীলঙ্কার পরেই কী তাঁদের লক্ষ্য এবার পশ্চিমবঙ্গ কিংবা পড়শি রাষ্ট্র বাংলাদেশ?
প্রসঙ্গত, সম্প্রতি আইএসদের একটি টেলিগ্রাম চ্যানেলে বাংলায় লেখা এই পোস্টার শেয়ার করেছে আইএস। ‘মুরসালাত’ নামে আইএসের একটি শাখা সংগঠনের লোগোও রয়েছে পোস্টারের গায়ে। আর তাতেই আতঙ্ক ছড়িয়েছে। বাংলা যে অনেকদিন ধরে টার্গেটে আছে তা সম্প্রতি কিছু বিচ্ছিন্ন কার্যকলাপে বোঝা যাচ্ছিল। জেএমবি সদস্যদের লোক নিয়োগের জন্য মাঝেমধ্যেই কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যত্র ঘোরাঘুরি করার খবরও রয়েছে গোয়েন্দাদের কাছে। এর আগে গত বছরের প্রথম দিকে বাবুঘাট থেকে আরিফুল ইসলাম নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তারও করে পুলিশ।
এছাড়াও ২০১৪ সালে বর্ধমান স্টেশন থেকে গ্রেফতার করা হয় খাগড়াগড় বিস্ফোরণে অভিযুক্ত মহম্মদ নাসিরুদ্দিন নামে বীরভূমের এক যুবককে। অন্যদিকে, বাংলাদেশে ইতিমধ্যেই জামাত–উল–মুজাহিদিনের মাধ্যমে আইএস যথেষ্ট শক্তিশালী। শ্রীলঙ্কায় ভয়াবহ হামলার পর সমস্ত গোয়েন্দা সংস্থাই এই পোস্টারটিকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। আপাতত বিষয়টি তদন্তের আওতায় রয়েছে।