এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপের শেষ দিনে অর্থাৎ শুক্রবার ভারতের ঝুলিতে এল জোড়া সোনা। ছেলেদের ৫২ কেজি বিভাগে অমিত পাঙ্গালের দেখানো পথে মেয়েদের ৮১ কেজি বিভাগে সোনা জিতলেন পূজা রানি। সবমিলিয়ে এবারের এশিয়ান বক্সিংয়ে ১৩টি পদক জিতল ভারত। যার মধ্যে রয়েছে ২টি সোনা, ৪টি রুপো ও ৭টি ব্রোঞ্জ।
বিশ্বচ্যাম্পিয়ন ওয়্যাং লিনার বিরুদ্ধে ৮১ কেজি বিভাগে রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন পূজা রানি। প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসেবে এই বিভাগের ফাইনালে পৌঁছেই বাজিমাত করলেন ২৮ বছরের পূজা। ২০১২ এশিয়ান চ্যাম্পিয়নশিপের আসরে পূজা রানি মিডলওয়েট বিভাগে রুপো জিতেছিলেন। এরপর ২০১৪ সালে একই বিভাগে এশিয়াডে ব্রোঞ্জ জেতেন হরিয়ানার এই মহিলা বক্সার। এবার কেরিয়ারের সেরা সাফল্য স্বরূপ সোনা জিতলেন পূজা। অমিত জিতলেও ফাইনালে হেরে যান দীপক ও কবিন্দর সিং বিস্ত। ৪৯ কেজি বিভাগে উজবেকিস্তানের মিরাঝামেদভের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করেও স্প্লিট পয়েন্টের হিসেবে হেরে যান দীপক।
ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে গত কয়েক দিনে একাধিকবার আশা জাগিয়েও সোনার দেখা পাননি ভারতীয় বক্সাররা। প্রতীক্ষার অবসান ঘটল প্রতিযোগিতার শেষ দিনে। ছেলেদের ৫২ কেজি বিভাগে কোরিয়ান প্রতিদ্বন্দ্বী কিম ইনকিউকে হারিয়ে ভারতকে প্রথম সোনাটি এনে দেন অমিত পাঙ্গাল। জেতার পর অমিত বলেন, “এতবড় আসর থেকে দেশকে সোনা এনে দিতে পেরে আমি গর্বিত। দারুণ লাগছে এশিয়ান গেমসের সাফল্য ধরে রেখে এশিয়ান বক্সিংয়েও সোনা জিততে পেরে। উত্থানের এই ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যেতে চাই”। ২০১৮ জাকার্তা এশিয়াডে ৪৯ কেজি বিভাগে ভারতকে সোনা এনে দিয়েছিলেন অমিত। এছাড়াও ২০১৭ এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৪৯ কেজি বিভাগে ব্রোঞ্জ ও ২০১৮ কমনওয়েলথ গেমসে একই বিভাগে রুপো জিতেছিলেন তিনি।