যত নির্বাচন এগোচ্ছে মোদীর লড়াই ততই কঠিন হচ্ছে। তেলেঙ্গনার নিজামবাদের নারায়ণগঞ্জ থেকে প্রায় ৫০ কৃষক বারাণসী থেকে মনোনয়ন পত্র দাখিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়বেন বলে৷ এই নিয়ে বারবার দেশের কৃষকরা মোদীর বিরোধিতা করেছে। মোদী আমলে কৃষকরা বঞ্চিত থেকে গেছে বারবার এমনই অভিযোগ সামনে এসেছে।
এবার তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা চান না, মোদী এই কেন্দ্র থেকে পুনঃনির্বাচিত হন। তাই সুদূর তেলেঙ্গানা থেকে তাঁরা উত্তরপ্রদেশে ছুটে এসেছেন। কৃষকদের নেতা গঙ্গা রেড্ডি জানিয়েছেন, তাঁরা নির্দল হিসেবে এবার লড়াই করবেন কৃষকদের দাবি নিয়ে। কৃষকদের দাবি সংসদে তুলে ধরতেই তাঁরা মনোনয়নপত্র পেশ করলেন। আগামী ১৯ মে শেষ দফায় এই কেন্দ্রে নির্বাচন হবে।
এইভাবেই একাধিক জোট তৈরি হচ্ছে মোদীর বিরুদ্ধে। যা লোকসভা নির্বাচনের ফলে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বহু রাজনীতি বিশেষজ্ঞ।