গোটা দেশজুড়ে মোদী যখন হিন্দু মুসলিমের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছেন, আবার দুই ধর্মের মধ্যে যখন দাঙ্গা লাগাতে চাইছেন তখন দুই ধর্মের মধ্যে এক অনন্য সম্প্রীতির বার্তা বহন করে আনল এক মুসলিম পরিবার।
জানা গিয়েছে, উত্তর প্রদেশের সাহারণপুরের ছিলাওয়া গ্রামের বাসিন্দা মহম্মদ উমর ও পরিবার এই অভিনব পদক্ষেপ নিয়েছে। আসলে ছিলাওয়া গ্রামে বহুবছর ধরেই হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষই শান্তিতে, সংঘবদ্ধভাবে বসবাস করে আসছেন। মহম্মদ উমরের নাতনি রুকসার বেগমের বিয়ের জন্য যে কার্ড ছাপানো হয়েছে, তাতেই রাম-সীতার ছবি ছেপেছে ওই পরিবার। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে যেভাবে বিয়ের কার্ডে রাম-সীতার ছবি ছাপাল ওই মুসলিম পরিবার তাতে এই পদক্ষেপের জন্যে দিকেদিকে প্রশংসিত হচ্ছেন তাঁরা।
জানা গিয়েছে, ওই কার্ডের জন্যে গোটা গ্রাম প্রশংসা করেছে পরিবারটির। সকলেই বিয়েতে উপস্থিত হয়ে পাত্রীকে আশীর্বাদ করবেন বলে জানিয়েছেন। অনেকেই বলছেন, যে উত্তরপ্রদেশ থেকে সবচেয়ে বেশি জাত-পাত কেন্দ্রিক অশান্তির খবর আসে, সেখানে এই পরিবারের পদক্ষেপ সমস্ত প্রশংসার উর্ধ্বে।
পরিবারটির দাবি, সমাজে সাম্প্রদায়িকতার বিষ খতম করতে এবং সম্প্রীতির বার্তা দিতে এটা একটা ছোট্ট প্রয়াস। পাত্রী রুকসার বেগমের মায়ের কথায়, ‘আমাদের গ্রামে হিন্দু এবং মুসলিম সবাই একসঙ্গে বাস করি। আমরা সমাজের সকল স্তরের মানুষের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে চাইছি। ধর্মের ভিত্তিতে আমাদের যেন কেউ আলাদা করতে না পারে।’