পাণ্ডুয়ায় দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে আবার একবার রাম-বামকে এক সারিতে দাঁড় করালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপির দয়াতেই এখন বেঁচে আছে সিপিএম। সিপিএমের সব হার্মাদ এখন বিজেপির ওস্তাদ হয়ে গেছে’। শনিবার সভামঞ্চ থেকে বিজেপিকে ‘বিপজ্জনক’ এবং ‘পচা শামুক’ বলেও আক্রমণ শানান মমতা।
রাম-বাম জোটকে একযোগে আক্রমণ শানিয়ে মমতা বলেন, ‘সিপিএম ৩৪ বছর ধরে অত্যাচার করেছে৷ পা থেকে মাথা – এমন কোনও জায়গা নেই যেখানে আমাকে মারধর করা হয়নি৷ সিপিএমের হার্মাদ এখন হয়েছে বিজেপির ওস্তাদ৷ যারা অত্যাচার-সন্ত্রাস করে, হিন্দু-মুসলমানে ভেদাভেদ করে, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই৷ নরেন্দ্র মোদির মতো বিজেপি নেতারা শুধু দাঙ্গা করে’।
একইসঙ্গে মোদীর বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘সমস্ত সাংবিধানিক সংস্থাকে ধ্বংস করে দিয়েছেন মোদী। চাওয়ালা এখন হয়েছে চৌকিদার। মিথ্যেবাজের দল। পাঁচ বছরে কোনও কাজ করেনি বিজেপি৷ বারো হাজার কৃষক আত্মহত্যা করেছেন৷ গ্যাসের দাম বেড়েছে৷ দেশের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে মোদি সরকার৷ দেশকে বাঁচাতে চাইলে তৃণমূল প্রার্থীকে ভোট দিন৷’ সেইসঙ্গে মোদীর ‘মিষ্টি’ তথ্য নিয়ে তোপ দেগে বলেন, ‘রসগোল্লা তৈরি হচ্ছে, কাঁকড় মিশিয়ে দেব এবার। খেলেই দাঁত ভেঙে যাবে।’
বিজেপিকে যাঁরা হিন্দুদের দল বলে জানেন, তাঁদের উদ্দেশ্যে মমতা বলেন, ‘যাঁরা ধর্ম নিয়ে রাজনীতি করেন তাঁরা হিন্দুদের দল হতে পারে না। বিজেপি হিন্দুদের দেবতাদের অপমান করে, অসম্মান করে। নিজেদের যাঁরা হিন্দুদের দল বলে দাবি করেন গত পাঁচ বছরে তাঁরা একটি রাম মন্দির তৈরি করতে পারেনি কেন?’ প্রতিশ্রুতি পূরণ তো দূরের কথা কেবল মাত্র উস্কানিমূলক কথা বলাই মোদীর কাজ বলে এদিন অভিযোগ করেন তৃণমূলনেত্রী। এলাকায় বিজেপি টাকা ছড়িয়ে ভোট চাইছে বলে অভিযোগ করে মমতা বলেন, ‘এরকম কাউকে টাকা ছড়াতে দেখলে মোবাইলে ছবি তুলে সরাসরি পুলিসকে জানান’।