ছোট ছেলের দল ডাংগুলি কিংবা রাজা, মন্ত্রী সাজিয়ে আর যুদ্ধু-যুদ্ধু খেলে না৷ তবু সমাজে একটা যুদ্ধ আছে৷ নাম যার নির্বাচনী লড়াই৷ আর সেই ছেলের দল আজও আগের মতোই সরল আর কল্পনাপ্রবণ৷ রাজায়-রাজায় না হোক, রাজনৈতিক দলগুলির মধ্যে লড়িয়ে এখনও তারা হার-জিতের খেলা উপভোগ করে৷ শুধু খেলার ধরনটা পালটেছে৷ আজকের খুদেরা তৃণমূল, বিজেপির নাম ধরে সরল মনে খেলা করে, বায়না ধরে৷ মুখ থেকে কথা না খসতেই কেঁদে কেঁদে উঠছে বছর চার-পাঁচের শিশুটি৷ কিছুতেই থামানো যাচ্ছে না৷ কী তাঁর আবদার? কচি গলার উত্তর দিল, তৃণমূলের সঙ্গে যাবে৷ বারবার সে বলছে, তৃণমূলের সঙ্গে যাবে, মমতাকে দেখতে যাবে৷ ব্যাপারটায় মজা পেয়ে মা, বাবাও বললেন, বিজেপিতে যা৷ ব্যস! ওমনি আবার কান্নার রোল৷ না, না বিজেপি না, তৃণমূলেই সে যাবে৷ এবং নতুন জামা পরে যাবে৷ এই বলে খাটের তলা থেকে জামাকাপড়ের বান্ডিল বের করে জামা পর্যন্ত খুঁজতে বসল৷ না যাওয়া পর্যন্ত তার কান্না যেন থামবে না৷
আসলে দেশজুড়ে ভোটযুদ্ধের উত্তাপ চড়ছে, বাড়ি-ঘর রাস্তা-ঘাট সমস্ত জায়গায় এই ভোত নিয়ে আলোচনা আর তার প্রভাব পড়ছে বাচ্চা দের উপর। তৃণমূলে যাওয়ার বায়না ধরা শিশুর বাড়িতেও এমনই আলোচনা চলছে৷ যা কিনা কানের ভিতর দিয়ে শিশুর মরমে প্রবেশ করেছে। এই খুদের তৃণমূলে যাওয়ায় ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তা দেখে হেসে খুন নেটিজনেরা।