আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম বাঁহাতি ব্যাটসম্যান। ২০১১-তে ভারতকে বিশ্বকাপ জেতানোর অন্যতম কারিগর ছিলেন তিনি। সেই গৌতম গম্ভীর এই লোকসভা নির্বাচনে ভোটের ময়দানে নেমেছেন বিজেপির হয়ে। বিজেপির হয়ে প্রচারও শুরু করেছেন। আর কিছুদিনের মধ্যেই তাঁকে নিয়ে তৈরি হয়ে গেল বিতর্ক। এইবার তিনি সরাসরি নির্বাচন কমিশনের রোষের মুখে পড়লেন।
গৌতম গম্ভীরের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হল দিল্লী পুলিশকে। শনিবার এফআইআরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। মডেল কোড অফ কনডাক্ট ভেঙে বিনা অনুমতিতে সভা করেছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া এই প্রাক্তন ক্রিকেটার। আর তাই এই সিদ্ধান্ত কমিশনের। প্রসঙ্গত, ২৬ এপ্রিল ইস্ট দিল্লিতে কমিশনের অনুমতি ছাড়াই সভা করে গম্ভীর।
গৌতম গম্ভীর প্রার্থী হওয়ার পর থেকেই একের পর বিতর্ক লেগেই আছে তাঁকে ঘিরে। তাঁর মনোনয়নপত্র নিয়ে, তাঁর সম্পত্তির পরিমাণ নিয়ে সরব হয়েছে বিরোধীরা। গতকালই তাঁর ভোটার কার্ড নিয়ে অভিযোগ উঠেছিল। তাঁর দুটি ভোটার কার্ড আছে বলে বিতর্ক তৈরি হয়। অভিযোগও দায়ের হয় কমিশনের কাছে। আর তাঁর মধ্যেই কমিশনের এই এফআইআর বেশ অস্বস্তিতে ফেলেছে বিজেপির এই নতুন সদস্যকে। সঙ্গে সঙ্গে গেরুয়া শিবিরও কিছুটা কোণঠাসা।