‘৩৭০ ধারা যদি এতোটাই খারাপ তাহলে জম্মু-কাশ্মীরকে ছেড়ে দেওয়া উচিত মোদীর৷’ এইভাবে মোদীকে সরাসরি হুঁশিয়ারি দিলেন মেহবুবা মুফতি। সম্প্রতি মোদী বলেছিলেন যে ৩৭০ ধারা ক্ষতি করছে জম্মু-কাশ্মীরের। সেই মন্তব্যেরই পাল্টা আঘাত হানলেন পিডিপি নেত্রী।
মেহবুবা মুফতি কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের প্রতি তোপ দেগে বলেন, ‘এরাই ৩৭০ ধারাকে দুর্বল করছে৷’ পিডিপি নেত্রী আরও বলেন, ‘বিজেপির সঙ্গে জোটের সময় তাঁর কার্যকালে, তাঁর দলই ৩৭০ ধারা এবং ৩৫এ বাঁচিয়ে রেখেছে৷ সেই ধারাকে যদি খারাপ মনে হয় তাহলে জম্মু-কাশ্মীর ছেড়ে দেওয়া উচিত মোদীর৷’
আগেও একাধিকবার মোদীর নীতির বিরোধিতা করছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা। এইবার সরাসরি মোদীর নীতি নিয়ে হুঁশিয়ারি দিলেন তিনি।