নিজের নামের পাশে নিজেই বসিয়েছেন ‘চৌকিদার’। দেশের সব কিছুই তাঁর নজর এড়ায় না বলেও দাবি করেন। তিনি আর কেউ নন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই ‘চৌকিদার’-এর সভা থেকেই নিখোঁজ হয়ে গেলেন এক ব্যক্তি। ২৩ দিন পরেও তাঁর কোনো সন্ধান মেলেনি। তাই অবশেষে পুলিশের দ্বারস্থ হয় নিখোঁজ ব্যক্তির পরিবার।
প্রসঙ্গত, স্থানীয় বিজেপি নেতৃত্বের তত্বাবধানে বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষকে নিয়ে যাওয়া হয় সভায়। তাঁদের মধ্যেই ছিলেন মাল ব্লকের ক্রান্তি এলাকার কোদালকাটির বাসিন্দা নুদেন রায়। সূত্রের খবর, ওইদিন সকালে অন্যান্যদের মতোই স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে সভাস্থলে যান নুদেন। পরিবারের লোকেদের দাবি, মোদির সভা থেকে আর বাড়ি ফেরেননি তিনি। খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। স্থানীয় বিজেপি নেতৃত্ব ও প্রতিবেশীদের সঙ্গেও কথা বলেন নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা। শেষপর্যন্ত ঘটনাক ২৩ দিনের মাথায় বাধ্য হয়ে ক্রান্তি ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়।
এইঘটনা সামনে আসতেই দেখা দিয়েছে চাঞ্চল্য।খোদ ‘চৌকিদার’-এর সভা থেকে নিখোঁজ হয়ে যায় এক ব্যক্তি। কিছুদিন আগেই মোদীর সভা থেকে ৪০টি মোবাইল ফোন চুরি যাওয়ার ঘটনা সামনে আসে তারপর এই ঘটনা। আর তা প্রকাশ্যে আসতেই বিজেপির দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা। তাঁরা বলেন, দলের কর্মী, দলের দায়িত্ববোধ থাকবে না কেন? এক নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর দলের তরফেই বা কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।