‘কেষ্ট বিজেপি তোমার পিছনে লাগবে। কিন্তু তুমি বাঘের বাচ্চার মতো লড়াই করবে।’ বৃহস্পতিবার সিউড়ির নির্বাচনী সভা থেকে ঠিক এভাবেই বীরভূমের ভোটে জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ‘বাঘের বাচ্চা’র মতো লড়াই করার নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, আগামী সোমবার চতুর্থ দফায় বীরভূমের দুই লোকসভা কেন্দ্র বীরভূম এবং বোলপুরে ভোট। ভোটের শেষ লগ্নের প্রচারে সিউড়ির সভামঞ্চ থেকেই তাই দলের জেলা সভাপতি অনুব্রতকে বিজেপির দাদাগিরি রুখে দেওয়ার নির্দেশ দেন মমতা। তিনি স্পষ্ট বলেন, ‘কেষ্ট তোমার পিছনে ওরা লাগবে। তুমি একটু আধটু চমকাবে-ধমকাবে। আর বাঘের বাচ্চার মতো লড়াই করবে।’
বুধবারই বীরভূমে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সভায় আসার আগে মোদী টুইটে দাবি করেছিলেন, বীরভূমে বিজেপির শক্তি বাড়ছে এবং সেখানে তৃণমূলের সভা সুপার ফ্লপ! এর ২৪ ঘণ্টার মধ্যেই বীরভূমে সভা করে মমতা দেখিয়ে দিলেন তিনি কোনও অংশেই কম যান না। এবং সেইসঙ্গে মমতার সভার জনস্রোতও যেন মোদীকে জবাব দিয়ে দিল যে দিদির সভাই সুপারহিট। উল্লেখ্য, বিগত পঞ্চায়েত ভোটে জোরজুলুম চালিয়ে বীরভূমে প্রায় সাত হাজার আসন দখল করে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। তবে জেলা পরিষদের ৪২টি আসনের মধ্যে ৪১টি তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছিল।
প্রসঙ্গত, বিরোধীদের মোকাবিলায় বরাবরই ‘ঢাকের চড়াম চড়াম’, ‘গুড়-বাতাসা’, ‘পাঁচন’ এবং ‘নকুলদানা’ খাওয়ানোর মতো নানা নিদান দিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছেন মমতার স্নেহভাজন কেষ্ট। গতকাল তাঁকে আরও উৎসাহ এবং একাধিক উপদেশ দিয়েছেন তাঁর কাজে প্রসন্ন মমতা। বীরভূমে জোড়াফুলের ধারাবাহিকতা বজায় রাখতে বলে অনুব্রতকে তৃণমূল নেত্রীর উপদেশ, ‘অনেকে আসবে যাবে। ভালবাসবে। তুমি কারও সঙ্গে খারাপ ব্যবহার করবে না। মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবে। তোমার হিম্মতকে আমি সম্মান করি। স্যালুট করি।’