চেন্নাই সুপার কিংসকে চলতি মরশুমের আইপিএলে যদি চেন্নাইকে কোনো দল ক্রমাগত চ্যালেঞ্জ জানায় তবে সেটা মুম্বই। চেন্নাই আর মুম্বইয়ের মধ্যে মুম্বই এগিয়ে। মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটারেরা যেন সেরা খেলাটা তুলে রাখে চেন্নাইয়ের জন্য। শুক্রবারের ম্যাচটার ফলের উপর দুটো দলের প্লে-অফে যাওয়া-না যাওয়া অতটা নির্ভর না করলেও, এই ম্যাচে যে জিতবে তাঁর আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে। দুটো চ্যাম্পিয়ন দল মুখোমুখি হওয়ার সময় ঝুঁকিহীন বলে কিছু থাকে না। মুম্বই ওদের হারানো ছন্দটা ফিরে পেয়েছে এবং চাপের মুখে খুব ভাল খেলছে দলটা।
মুম্বই দলের হয়ে প্রচুর অবদান রাখছে রাহুল চাহার। ভয়ডরহীন ভাবে খেলছেন এই প্লেয়ার। যেটা এক জন স্পিনারের উন্নতির জন্য খুব গুরুত্বপূর্ণ। তা ছাড়া চেন্নাইয়ের হাতেও কিন্তু ইমরান তাহিরের মতো বোলার রয়েছে। তাই এই ম্যাচে বোঝা যেতে পারে দুই লেগস্পিনারের মধ্যে কে বেশি ভাল বল করছে। সাধারণত, দু’চারটে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার মতো ওভারই চেন্নাই-মুম্বই ম্যাচের ফল ঠিক করে দেয়। সুরেশ রায়না কিন্তু সানরাইজার্সের বিরুদ্ধে দেখিয়ে দিয়েছে কী ভাবে ও ম্যাচ ঘোরাতে পারে। তাই বলাই যায় চেন্নাইয়ে আজ আসল দ্বৈরথ দুই স্পিনারের। লিগ পর্যায়ে এটাই সব চেয়ে বড় ম্যাচ। প্রতি ম্যাচের আগেই একটা উত্তেজনা থাকে। তবে এই উত্তেজনাটা কিন্তু একেবারে খাঁটি। দু’দলেরই বিশ্বমানের ক্রিকেটারেরা জানে মাঠে কী করতে চলেছে এবং কোনও অবস্থাতেই হার স্বীকার করতে চায় না তাঁরা।