‘এত সব নেতার নাম বাজারে আসছে। সব গলি মহল্লায় শোনা যাচ্ছে…। কেউ ৪০টা আসনে লড়ছেন তো কেউ ২০ কিংবা ২৫টায়। অথচ এঁদের সবাই এখন প্রধানমন্ত্রী হতে চাইছেন। সবাই ঘুঙুর বেঁধে তৈরি হয়ে গিয়েছেন।’ হ্যাঁ, এমন নিন্দনীয় ভাষাতেই এবার বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, প্রধানমন্ত্রী হওয়ার আশায় বিরোধী নেতা-নেত্রীরা পায়ে ঘুঙুর বেঁধে তৈরি।
বুধবার বাংলার ইলামবাজারে সভা করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁর উদ্দেশ্যে বলেন, ‘এত সব নেতার নাম বাজারে আসছে। সব গলি মহল্লায় শোনা যাচ্ছে…। কেউ ৪০টা আসনে লড়ছেন তো কেউ ২০ কিংবা ২৫টায়। অথচ এঁদের সবাই এখন প্রধানমন্ত্রী হতে চাইছেন। সবাই ঘুঙুর বেঁধে তৈরি হয়ে গিয়েছেন।’ মোদীর এমন মন্তব্যের পরে স্বাভাবিকভাবেই ক্ষোভ উগড়ে দিয়েছেন বিরোধী দলের নেতারা। মোদীর মন্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূলও।
রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর পদমর্যাদা ধরে রাখতে পারেননি। উনি কী ভাবে ঘুঙুর বেঁধে তৈরি হওয়ার কথা বললেন? পাঁচ বছর আগে উনি যখন আচ্ছে দিনের কথা বলে ভোট চাইতে এসেছিলেন, তখন কি পায়ে ঘুঙুর বেঁধে তৈরি হয়েছিলেন?’ তাঁর মতে, প্রধানমন্ত্রীর মুখে এই ধরনের কথা গোটা দেশের মানুষের অসম্মান। মোদীর মন্তব্য নিয়ে নির্বাচন কমিশনের নজর দেওয়া উচিত।
কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেসও। কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভির মন্তব্য, ‘লজ্জাজনক মন্তব্য করেছেন মোদী। দীর্ঘ সময় ধরে উনি মুখ্যমন্ত্রী ছিলেন, পাঁচ বছর ধরে প্রধানমন্ত্রী রয়েছেন। তবে যে ধরনের সস্তা মন্তব্য করে থাকেন, তা দেশের প্রধানমন্ত্রীকে মানায় না। দেশের সামনে মোদীর ক্ষমা চাওয়া উচিত।’