মোদী সরকারের ‘আচ্ছে দিনে’ ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। ফের টান পড়ল মধ্যবিত্তের পকেটে। মাথায় হাত পড়ল আমজনতার। বৃহস্পতিবার সকাল থেকে লিটার পিছু পেট্রোল ও ডিজেলের দাম ৭ ও ৮ পয়সা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এক লিটার পেট্রোলের নতুন দাম ৭৫.০৪ টাকা ও ডিজেলের নতুন দাম হয়েছে ৬৮.২৮ টাকা।
কলকাতার পাশাপাশি পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে দিল্লী এবং মুম্বই-সহ দেশের সমস্ত মেট্রো সিটিতে। দিল্লিতে ০.০৭ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম এখন ৭০.৪৬ টাকা প্রতি লিটার এবং ০.০৬ পয়সা বাড়ার পর ডিজেলের দাম এখন ৬৫.৭৩ টাকা| পাশাপাশি মুম্বইয়েও ০.০৭ পয়সা বেড়েছে পেট্রোলের দাম এবং ০.০৭ পয়সা বেড়েছে ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-ডিজেলের নতুন দাম, যথাক্রমে ৭৬.১০ টাকা প্রতি লিটার (পেট্রোল) এবং ৬৮.৮৩ টাকা প্রতি লিটার (ডিজেল)| প্রসঙ্গত, এভাবে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায় ফের মাথায় হাত মধ্যবিত্তের।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফের বাড়তে শুরু করেছে৷ গত এক মাসে অপরিশোধিত তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে৷ ব্রেন্ট ক্রুডের দাম তিন মাসে বেড়ে ৬৪ ডলার প্রতি ব্যারেল হয়ে গিয়েছে৷ এর পাশাপাশি চলতি বছরের শুরুতে ওপেক দেশগুলি উৎপাদন কমিয়ে ফেলেছে৷ এর জেরে সাপ্লাই কমে গিয়েছে৷ অন্যদিকে চাহিদা বেড়ে যাওয়ায় দাম বেড়েছে হু হু করে৷ এরকম চলতে থাকলে পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৩ টাকা বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।