রাজস্থানের গুলাবেওয়ালা গ্রামের বাসিন্দা তিতার সিং। পেশায় শ্রমিক হলেও তার নেশা ভোটে লড়া। তিনি নিজে গরিব, তাই গরিবের যন্ত্রণাও প্রকৃত অর্থে উপলব্ধি করেন। তাই এই নিয়ে ২৪তম নির্বাচনী লড়াইয়ে ভোটে দাঁড়িয়েছেন তিতার সিং। রাজস্থানে বসবাসকারী ৭০ শতাংশ গরিব ও চাষির কথা সংসদে পৌঁছে দিতে নির্দল প্রার্থী হয়ে বারবার ভোটে দাঁড়ান মনরেগা প্রকল্পের ১০০ দিনের শ্রমিক তিতার সিং।
বিধানসভা ভোটে তিনি লড়েছেন ১০ বার। লোকসভাতেও লড়েছেন ১০ বার। বাকি চার বার পুরসভার ভোটে লড়েছেন তিনি। তবে ২০১৯-এ প্রার্থী হয়েই চমক অপেক্ষা করছিল তাঁর জন্য। এই গরমে ঘুরে ঘুরে ভোটপ্রচার করতে যাতে তিতার সিংয়ের কষ্ট না হয়, সে জন্য রাজস্থানের বিত্তশালী রাজপুত গুরবীর সিং একটি তাগড়া সাদা ঘোড়া উপহার দিয়েছেন তিতারকে। তিতার বলেন, “কত ঘুরি আমি, কত কথা বলি। সকলের মধ্যে মিশে থাকাটাই তো মজা। সারা দিন মোবাইলে লেগে থাকলে সেটা আর হবে না। সবার সঙ্গে দেখা করব। ভোট চাইব।” লোকসভা যজ্ঞে তিতারের বড় ভরসা তাঁর ভাইপো যুগসের সিং।
মনোনয়নপত্রে উল্লেখ করা তিতারের সম্পত্তির পরিমাণও সকলের চেয়ে ব্যতিক্রমী। তিতারের দাবি, তাঁর হাতে রয়েছে নগদ মাত্র এক হাজার টাকা। স্থাবর অস্থাবর মিলিয়ে মোট সম্পত্তির পরিমাণ দু’লক্ষ টাকা। তাঁর কাছে একটা মোবাইলও নেই। সূত্রের খবর, গুরবীর সিংয়ের দেওয়া ওই ঘোড়ার দাম সওয়া এক কোটিরও বেশি। ২৪তম বার ভোটে প্রার্থী হওয়া তিতার সিং পেশায় দিনমজুর। তাঁর বয়স ৭৪। গত বছর ডিসেম্বর মাসে রাজস্থান বিধানসভা ভোটেও তিনি গঙ্গানগর থেকে প্রার্থী হয়েছিলেন।